ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শেখ মুজিবুর রহমান এসএসসি পাস করেন ১৯৪২ সালে 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৬)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

চোখের বেরিবেরি রোগ। এ অসুস্থতায় অনেকদিন ভুগেছেন শেখ মুজিব। দুরারোগ্য ব্যাধির কারণে পড়ালেখাও বন্ধ ছিল বহুদিন। যে কারণে একটু বেশি বয়সে অর্থাৎ ১৯৪২ সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উন্নত পড়ালেখার উদ্দেশ্যে গোপালগঞ্জ ছেড়ে পাড়ি জমান কলকাতায়। ভর্তি হন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া কলেজে। পরে অবশ্য ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন হয়। নতুন নাম হয় মৌলানা আজাদ কলেজ। 

প্রত্থিতযশা এই কলেজের বেকার হোস্টেলে থাকতেন শেখ মুজিব। এই বেকার হোস্টেল আর ইসলামিয়া কলেজের পরিবেশ মুজিবের জীবনে রাজনীতির নতুন ছন্দ যোগ করে। এই সময়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিমের মতো কিংবদন্তি নেতাদের সাহচর্য পান। ঐ সময়ে উপমহাদেশের রাজনীতি তখন বেশ উত্তাল। শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি কলকাতা শহর জুড়েই ছিল ভীতিকর পরিবেশ।   

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি